March 3, 2021

সিবিআই এর মুখোমুখি হবে রুজিরা

কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে নোটিশ পাঠায় সিবিআই।

আজ মঙ্গলবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন সিবিআইয়ের আধিকারিকরা।

জিজ্ঞাসাবাদের সময় সাথে থাকবেন মহিলা অফিসাররাও।

গতকাল অর্থাৎ সোমবার অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর কেউ জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা।

মেনকা গম্ভীর কেউ কয়লা কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এছাড়াও সূত্রের খবর মেনকা গম্ভীরের বিদেশে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন রয়েছে।

সেই আর্থিক লেনদেন সন্দেহজনক হওয়ায় তা নিয়েও প্রশ্ন তোলেন সিবিআই আধিকারিকরা।

তাকে জিজ্ঞাসাবাদের ফলে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে এমনটাই জানাচ্ছেন সিবিআই আধিকারিকরা।

তার বয়ান রেকর্ড করে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যে জিজ্ঞাসাবাদ করা হবে তার বয়ানও রেকর্ড করে রাখা হবে।

জিজ্ঞাসাবাদের পর কেন্দ্র তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখবেন।

প্রসঙ্গত, গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে আসে সিবিআইয়ের আধিকারিকরা।

সেই নোটিশের উত্তরে গতকাল সোমবার রুজিরা বন্দ্যোপাধ্যায় জানান তিনি সিবিআই এর জিজ্ঞাসাবাদের উত্তর দেবেন।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ৩ টার মধ্যে যে কোনো সময় তার বাড়ি যেতে পারেন সিবিআই আধিকারিকরা।

জানা গিয়েছে সাথে থাকবেন মহিলা অফিসাররাও।