March 3, 2021

“নেপোটিজম” এর প্রত্যুতরে শচিন

আইপিএল এর নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় কিনে নেয় শচিন পুত্র অর্জুন তেন্দুলকরকে।

সেই নিয়ে শুরু হয়েছিল তর্ক-বিতর্ক ।

শচিন পুত্র বলেই সুযোগ পেয়েছে বলে জানায় কিছু মানুষ।

“নেপোটিজম” এর ট্যাগ লাগিয়ে দেওয়া হয় অর্জুনের ওপর।

প্রত্যুত্তরে শচিন জানিয়েছেন,

ভারতীয় ক্রিকেট দলে একজন খেলোয়াড়ের যোগ্যতাই তার দলে প্রাধান্য পায়।

সবার ক্ষেত্রেই তা সমান, ড্রেসিং রুমে যখন কেও ঢুকে যায় তখন তাকে জিজ্ঞেস করা হয় না তার পরিচয়, তার বাসস্থান বলে জানান তিনি।

উল্লেখ্য,

তিনি বলেন,” মাঠে তোমার পারফরম্যান্স ছাড়া খেলাধুলোয় কোনও বিষয় গুরুত্ব পায় না”।

মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে জানিয়েছেন,

নেপোটিজমের কোনও ব্যপার এখানে নেই,

অর্জুন নিজের যোগ্যতার ভিত্তিতে দলে জায়গা করে নিয়েছে।

জাহির খান জানান,

এইরকম মন্তব্য না করে তরুন খেলোয়াড়কে খেলতে দিন,

ভালো খেলে নিজের দক্ষতা প্রমান করার দায়িত্ব অর্জুনের।

তাই বিষয়টিকে সহজভাবে দেখা দরকার বলে জানান তিনি।