
সঞ্জয় গুপ্ত পরিচালিত ” মুম্বাই সাগা” সিনেমাতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে জন-ইমরানকে।
এছাড়াও এই সিনেমাতে রয়েছে সুনীল শেট্টি।
তাই ভক্তদের জন্য রয়েছে পুরো ধামাকা।
এই সিনেমার টিজার মুক্তি পাবে বুধবার ট্যুইট করে ভক্তদের জানালেন জন আব্রাহাম ও ইমরান হাসমি ।
এই অ্যাকশন ক্রাইম থ্রিলার হিন্দি সিনেমাটি মুক্তি পাবে এই বছরের ১৯শে মার্চ ।
সহ অভিনেত্রী হিসেবে এই প্রথমবার দেখা যাবে কাজল আগরওয়ালকে।
এছাড়াও সিনেমাটিতে রয়েছে রোহিত রায়, অঞ্জনা সুখানি, মহেশ মাঞ্জরেকর এবগ আরও নানান তারকারা ।
সিনেমাটিতে ৮০ ও ৯০ দশকের মুম্বাই এর চেহারা বদলের ঘটনাকে তুলে ধরেছে।
কিভাবে জমি কেটে থেকে বড়ো মল এবং বিল্ডিং তৈরি হয়েছে, কত মানুষকে ঠকিয়ে তাদের রক্তে তৈরি হয়েছে এই বিল্ডিং – এই সব ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে “মুম্বাই সাগা”।
এই সিনেমাতি ২০১৯ সালের আগস্ট মাসেই শুরু হয়ে গিয়েছিল এবং এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ এর মার্চ মাসে।
কিন্তু করোনা মহামারীর জন্য স্থগিত থেকে যায় এই সিনেমা ২০২০ সালের জুন মাস পর্যন্ত।
পুনরাবৃত্তি হয় ২০২০ সালের অক্টোবর মাসে।
এই বছরের সবচেয়ে সুপারহিট মুভি হতে চলেছে “মুম্বাই সাগা” ।
More Stories
নাটকের টানে ফের মঞ্চে ফিরছেন নাইজেল
দুর্ঘটনার কবলে অভিনেতা সৌরভ
বাবা হতে চলেছেন রনবিজয় সিং