February 28, 2021

যমুনা নদীতে বইছে বিষাক্ত ফেনা

সোমবার দিল্লির যমুনা নদীতে দেখা যাচ্ছে একধরনের বিষাক্ত ফেনা।

নদীর তলদেশ থেকে উঠে আসছে এই ফেনা এবং বয়ে চলেছে নদীর স্রোতে।

এই দৃশ্যকর পরিস্থিতি দেখার জন্য মানুষের ভিড় জমেছে নদীতে ।

সূত্রের খবর,

স্থানীয়রা নদীর জল খেয়েই অভ্যস্ত এবং এখনও সেই জল পান করছে সেখানকার মানুষেরা।

এই জল পান মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকারক বলে জানান চিকিৎসকেরা ।

কিন্তু এইরকম পরিস্থিতির কারন কি?

কেন এইরকম ফেনা ভেসে আসছে?

তা আবার বিষাক্ত।

স্থানীয়রা জানায়,

অত্যধিক পরিমানে দূষণের ফলে এই পরিস্থিতি দেখা যাচ্ছে।

কলকারখানার নোংরা,মূর্তি বিসর্জন, এলাকার সমস্ত নোংরা এই জলে ফেলে দেওয়ার জন্য এই বিষাক্ত ফেনার সৃষ্টি বলে জানায় স্থানীয়রা।

উল্লেখ্য, তারা সরকারের কাছে আবেদন জানায় এই ময়লা পরিষ্কারের জন্য।

এছাড়াও তারা জানায়, এই যমুনা নদীর জল খাওয়া ছাড়া তাদের কাছে অন্য সেরকম ব্যবস্থা নেয়।