February 28, 2021

বিজেপির রথ থেকে বহিষ্কৃত বিজেপি কর্মী

দলবদল করেও শান্তি নেই শ্যামাপ্রসাদের। বিজেপি তে তিনি বর্তমানে নাম লেখালেও  বিজেপি কর্মীরা মেনে নিচ্ছেন  না এমন

নেতাকে । মঙ্গলবার বিজেপির পরিবর্তন যাত্রার রথ থেকে বিজেপি কর্মী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নামিয়েও  দিলেন  বিজেপি কর্মীরা।

এমনকি তিনি নেমে যাওয়ার পরে দুধ ও গঙ্গাজল দিয়ে রথ শুদ্ধ করে বিজেপি কর্মীরা।

সূত্রের খবর, রথে ওঠা মাত্রই তাকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে বিজেপি কর্মীরা।

এর ফলে বাধ্য হয়ে রথ থেকে নেমে পড়েন তিনি। উল্লেখ্য, মেদিনীপুরের জনসভাতে অমিত শাহের সামনেই

শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপি তে  যোগদান করেছিলেন তিনি।

সূত্রের খবর , বিষ্ণুপুরের মানুষের সঙ্গে যখন তার লড়াই চলছিল তখন সেই মানুষেরা

শ্যামাপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিজেপির কাছে এসেছিল।

তাই শ্যামাপ্রসাদ বিজেপিতে যোগদান করলেও দলের কর্মীরা তাকে মেনে নিতে পারবে না বলে কর্মীদের সাফ কথা।