
বুধবারের বাজারে হঠাৎ স্থগিত নিফটি।
বন্ধ হল শেয়ারের বেচা-কেনা।
এদিন হঠাৎই সকাল ১০টা ১৫ মিনিটে বিভিন্ন ব্রোকার প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যায় নিফটির ওঠানামা।
যার ফলে ট্রেডিংয়ে বসেও শেয়ার বাজারে লগ্নি করতে পারেননি অনেক লগ্নিকারী।
এ দিন সকাল বেলা ১১৩ পয়েন্ট বাড়ে সেনসেক্স।
তারপর হঠাৎই ১৪ হাজার ৮২০ অঙ্কে আটকে যায় নিফটি সূচক।
সুত্রের খবর,
যান্ত্রিক গোলোযোগের কারণে থেমে যায় শেয়ারের ওঠানামা।
টুইট করে এনএসই জানিয়েছে,
তাদের একাধিক টেলিকম সংযোগ ও ২ পরিষেবা সরবরাহকারী রয়েছেন।
প্রত্যেক সরবরাহকারীর সঙ্গেই সমস্যা মেটানোর জন্য কথা হয়েছে।
এদিন ১১ টা ৪০ মিনিটে সব কটি বিভাগ বন্ধ করে দেওয়া হয়।
দুপুর ১২টা ৫০ মিনিটে সেনসেক্স দাঁড়িয়েছিল ৫০,০৩৮.৬৪ অঙ্কে।
বুধবার শেয়ারের প্রি ওপেনিং সেসন শুরু হয়েছে ১ টা’য়।
১টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে বেচা-কেনা।
More Stories
সোনা -রুপোর দর
বন্ধন ব্যাঙ্কঃআপনার ভালো ,সবার ভালো
অপরিবর্তিত রেপো রেট