
বৃহস্পতিবার দক্ষিন কলকাতার কুঁদঘাট এলাকার ১১৪ নং ওয়ার্ডে নিকাশি নালার কাজ চলছিল।
নালা পরিষ্কারের জন্য ৪ জন শ্রমিক ম্যানহোলে নামে।
স্থানীয় সূত্রে খবর,
ম্যানহোলে নামার কিছুক্ষণের মধ্যেই ভেসে যায় তারা।
তাদের শোচনীয় অবস্থা দেখে কয়েক ঘণ্টা পরেই লোকাল স্থানীয়রা দমকলে খবর জানায়।
হইচই পড়ে যায় কুঁদঘাটাতে।
খবর পেয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস পৌছায় সেখানে।
দমকলের প্রায় ২ ঘণ্টা চেষ্টার পড়ে তারা উদ্ধার করতে পারে ৪ শ্রমিককে।
সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।
তাদের ২ জনকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে এবং বাকি ২ জনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।
মন্ত্রী জানিয়েছেন, ৪ জনের শারীরিক অবস্থা ভালো নেয়।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের