April 16, 2021

‘পর্দার আড়ালে’ যুদ্ধবিরতি

পাকিস্থান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুরক্ষা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন,

ভারত ও পাকিস্থানের মধ্যবর্তী এলওসি বরাবর যুদ্ধবিরতি বিষয়ক যে চুক্তি হয়েছে তা পর্দার আড়ালে হয়েছে।

এমনকি তিনি জানিয়েছেন,

আরও রাস্তা খোলা হবে যোগাযোগের জন্য।

জাতীয় সুরক্ষা ও কৌশলগত নীতি পরিকল্পনার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কর্মী মইদ ইউসুফ ইসলামাবাদে প্রকাশিত একটি অডিও ক্লিপের মাধ্যমে জানিয়েছেন,

২৪ ফেব্রুয়ারির মধ্যরাতে শুরু হওয়া এই যুদ্ধবিরতি অত্যন্ত দৃঢ় এবং ইতিবাচক হবে।

ইউসুফ উর্দুতে ক্লিপটি করেন।

উল্লেখ্য,

পাকিস্থানের লোকেরা তাদের কূটনীতি সম্পর্কে জানতে চাইলে তাদের জানানো হবে যে পর্দার আড়ালে তারা যুদ্ধবিরতি করেছে,

এবং তাতে তাদের সাফল্য হবে বলে জানান তিনি।