
যত দিন যাচ্ছে ততই নয়া মোড় নিচ্ছে কলকাতা কোকেন কান্ড।
বৃহস্পতিবার ঘটনা নিল রক নাটকীয় মোড়।
রাজেশ সিংহের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিযুক্ত বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী।
আদালত থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে বসে চেঁচিয়ে বললেন,
“রাকেশ সিং আমাকে শারীরিক হেনস্থা করেছে। আমাকে ফাঁসানো হবে আগেই জানতাম।”
কলকাতা কোকেন কাণ্ডে আগে থেকেই রাকেশ যোগের অভিযোগ তুলে আনছিলেন তিনি।
বুধবার পামেলা অভিযোগ করেন,
রাকেশ সিংহই তাঁকে মাদক সরবরাহ করতেন।
এদিন ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
পামেলার দাবি,
রাকেশ সিং ষড়যন্ত্র করে তাঁর গাড়িতে কোকেন রেখেছিলেন।
পামেলা আরও জানান যে,
রাজেশ তার নিকটতম মানুষদের মার্ডার করিয়ে দেওয়ার হুমকি দিয়ে ছিল।
পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগও করেছেন তিনি।
এছাড়া তিনি জানান যে,
আগে থেকেই তাকে ফাসানোর প্ল্যান ছিল রাকেশের।
এমনকি তার গাড়িতে মাদম রাখার জন্য লোকআও পাঠিয়েছিল রাকেশ।
পামেলার দাবি,
তার কাছে ভয়েস এভিডেন্স আছে।
পুলিশ ঠিক পথে এগোচ্ছে।
আইনের উপর তার ভরসাও আছে।
ন্যায্যবিচার তিনি পাবেনই।
More Stories
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের