April 16, 2021

পামেলা ও রাকেশকে মুখোমুখি বসিয়ে জেরা করল পুলিশ

মাদককাণ্ডে জড়িত রাকেশ সিং কে সোমবার পুলিশ আটক করেন।

বৃহস্পতিবার কোকেনকাণ্ডে জড়িত পামেলা গোস্বামী এবং রাকেশ সিং কে মুখোমুখি বসিয়ে জেরা করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর,

পামেলার ফোনে অনেক ম্যাসেজ পাওয়া গিয়েছে যেখানে তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে এবং কিছু অডিও ক্লিপ ও পাওয়া গিয়েছে।

কে বা কারা তাকে ম্যাসেজ করেছে এবং অডিওতে কি রয়েছে সেটি তদন্ত করতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়াও,

কলকাতা পুলিশ জানায়,

বিজেপি নেত্রী পামেলা জেরার সময় তাদের জানিয়েছেন যে,

তাকে মাদক সরবরাহ করা হত।

পামেলার তথ্যের ভিত্তিতেই বিজেপি নেতা রাকেশ সিং কে আটক করা হয়েছে,

কিন্তু এরা দুজন বাদেও আরও অনেকে এই মাদক কাণ্ডে জড়িত বলে দাবি করে পুলিশ।