
দীর্ঘ ১১ মাসের বন্ধের পর সবে ১২ দিন বিদ্যালয় খোলা হল।
এরই মধ্যে আবার বন্ধের কথা উঠে আসছে শিক্ষামহলে।
কলকাতার কসবার এক বিদ্যালয়ের শিক্ষকের করোনা আক্রান্তের খবরে চিন্তিত হয়ে পড়েছে রাজ্য।
রাজ্যের সরকারি, বেসরকারি স্কুলগুলিতে শিক্ষা প্রতিস্থান বন্ধের জন্য প্রভাব দেখা যাচ্ছে।
যদিও এই বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন,
স্কুল বন্ধ করার কোনও কথা এখানে উঠছে না।
বিদ্যালয় গুলিতে করোনা মকাবিলার জন্য সঠিক নিয়ম পালন করতে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,
তিনি জানিয়েছেন করোনায় আক্রান্ত শিক্ষক নিজের বাড়ি থেকে সংক্রমিত হয়েছেন।
এছাড়াও , সেই স্কুল বন্ধ করে পুরো জায়গাটিকে স্যানিটাইজ করার কথা বুধবারেই তিনি জানিয়ে দিয়েছেন ।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের