
শুক্রবার ভারতীয় বাজারে কমলো সোনার দাম।
এদিন ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫৭৪ টাকা,
যা বৃহস্পতিবার ছিল ৪,৫৭৫ টাকা।
১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪,৬৭৪ টাকা,
যা বৃহস্পতিবারের চেয়ে ১ টাকা কম।
১০ গ্রাম ২২ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৫,৭৪০ টাকা।
যা গতকাল অর্থাৎ বুধবার ছিল ৪৫,৭৫০ টাকা।
এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৭৪০ টাকা।
যা গতকাল ছিল ৪৬,৭৫০ টাকা।
কলকাতার বাজারে এদিন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৫,৯৪০ টাকা।
এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৬৪০ টাকা।
এদিন সোনার দামের পাশাপাশি কমলো রুপোর দামও।
আজ রুপোর দাম দাঁড়িয়েছে ৬৮,৮০০ টাকা কেজি।
যা গতকাল ছিল ৭০,২০০ টাকা কেজি।
কলকাতার বাজারে এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৮,৮০০ টাকা।
More Stories
সোনা রূপোর দর
নববর্ষে উর্দ্ধমুখী সোনা রূপোর দর
কিছুটা কমলো সোনা, বাড়লো রূপো