
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরকে ২ ভাগে ভাগ করে ২ দফায় ভোট হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কমিশন।
দুটি মেদিনীপুরের মোট আসন সংখ্যা ৩১ টি।
শনিবার ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত “দিদির দূত” যাত্রার প্রচার করেন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাড়ে চার কিলোমিটারের এই রোড শোর মাধ্যমে জনজোয়ারে ভাসিয়ে নিয়ে যান “দিদির দূত” কে।
জনসভায় তিনি তার বক্তব্যে জানান,
শনিবারের এই পদযাত্রা তার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ।
তিনি বিজেপির কটাক্ষের প্রত্যুতরে বলে,
“৩১ দফায় ভোট হলেও জামানত বাজেয়াপ্ত হবে।”
মেদিনীপুরের ২ দফার ভোটের অভিযোগে তিনি জানান,
এইরকম ২ ভাগে ভোট করার মানে কি?
কি সুবিধা হবে ?
তিনি জানান,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনারায় ভোট করবেন তাকে।
বাংলার মানুষ বাংলার মেয়েকেই চাই সবার দুয়ারে বলে জানিয়েছেন তিনি।
More Stories
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের
দফা কমলো না