
ধর্ষণের হুমকি দেওয়া হল আলিয়া কাশ্যপকে।
সম্প্রতি, অন্তর্বাস পড়ে ছবি দিয়েছে ইনস্টাগ্রামে।
তারপর থেকেই একের পর এক আপত্তিকর মন্তব্য।
এমনকি ধর্ষণের হুমকিও এসেছে অনুরাগ কন্যার কাছে।
এবার সেই নিয়ে মুখ খুললেন এই স্টার কিড।
আলিয়া লিখেছেন,
‘গত কয়েক মাস আমার মানসিক স্বাস্থ্যের জন্য খুব কঠিন সময় ছিল।
অন্তর্বাস পরে ছবি পোস্ট করার পর অত্যন্ত ঘৃণ্য কিছু কমেন্ট পেয়েছি।
এত ভয় আগে কখনও পাইনি।
একসময় ভেবেছিলাম, ইনস্টাগ্রাম ডিলিট করে দেব।
এই হয়রানিটা উপেক্ষা করতে চেয়েছিলাম।
কিন্তু সত্যিটা হল, আমাদের এটা নিয়ে কথা বলা উচিত।
কারণ এই ধরনের মন্তব্য ধর্ষণের সংস্কৃতিতে অবদান তৈরি করে,
যা ভারতের এবং গোটা পৃথিবীর সব মহিলাদের কোনও না কোনও ভাবে প্রভাবিত করে।’
https://www.instagram.com/p/CLvvSv3A1t_/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CKwJFHaA4gJ/?utm_source=ig_web_copy_লিনক
https://www.instagram.com/p/CKly2yHhO8S/?utm_source=ig_web_copy_link
More Stories
পর্দায় ‘খেলাঘর’এ দেব-শ্রাবন্তী
ওটিটি মুক্তি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’
করোনায় জেরবার বলিউড