April 20, 2021

সিনেমা হলে রিলিজ করছে সাইনা

ওটিটি প্ল্যাটফর্মে নয়,সিনেমা হলেই রিলিজ করছে ‘সাইনা’।

২৬ মার্চ গোটা দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করছে এই ছবি।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিনীতি চোপড়া।

চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকে একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছিল ভারত সরকার।

আর তাতেই নড়েচড়়ে বসেছে প্রযোজনা সংস্থাগুলো।

সিনেমা হলেই সিনেমা রিলিজ করতে চাইছেন প্রযোজকরা।

এবার সেই লিস্টেই নাম লেখালো পরিচালক অমল গুপ্তের এই ছবি।

প্রযোজক ভূষণ কুমার।

গত বছরেই ছবিটি তৈরি হয়ে গিয়েছিল।

কিন্তু অতিমারির কারণে ছবিটি রিলিজ করা সম্ভব হয়নি।

একটি ওটিটি প্ল্যাটর্ফমে ছবিটি রিলিজ করার কথা ভেবেছিল প্রযোজনা সংস্থা।

সেই মত একটি নির্দিষ্ট ওটিটির সঙ্গে অনেক দূর কথাও এগিয়েছিল।

কিন্তু ভারত সরকার একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দেবার পর মত পরিবর্তন করে প্রযোজনা সংস্থা।

সিনেমা হলেই ছবিটি রিলিজ করার সিদ্ধান্ত নেন তারা।

প্রথমে ঠিক হয়েছিল ৯ এপ্রিল ছবিটি রিলিজ করবে।

শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ মার্চ গোটা দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করবে ‘সাইনা’।

https://www.instagram.com/p/B3W0yaYg85y/?utm_source=ig_web_copy_link

এর আগে বিগ বাজেট ফিল্ম হিসাবে প্রথম হলে রিলিজ করছে ‘মুম্বই সাগা’।

উল্লেখ্য,

‘মুম্বই সাগা’ ও ভুষণ ব্যানারের।