April 20, 2021

অবনীন্দ্রনাথ ঠাকুরের কাজের সঙ্গে প্রদর্শিত হবে সলমনের আঁকা ছবি

বেঙ্গালুরুর একটি চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হবে সলমন খানের আঁকা ছবি ‘ইম্মর্টাল’ ।

সেখানে রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভি এস গাইতোন্ডের মতো কালজয়ী শিল্পীদের সঙ্গে থাকবে অভিনেতার আঁকা ছবি।

সলমন যতটা খুশি, নিজেকে ততটাই অপ্রতিভ মনে হচ্ছে তাঁর।

ট্যুইট করে নিজেই জানিয়েছেন সে কথা।

অভিনেতা লিখেছেন, ‘লজ্জিত অথচ খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।

রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভি এস গাইতোন্ডের মতো কিংবদন্তির সঙ্গে আমার কাজও দেখানো হবে।

বিনীত ভাবে এই সম্মানের জন্য ধন্যবাদ জানাই’।

সলমন নিজের আঁকা অনেক ছবি নিলাম করে সমাজসেবামূলক কাজে সেই অর্থ দান করেছেন ।