
একুশের বিধানসভা যত এগিয়ে আসছে রাজনৈতিক দলেদের সিদ্ধান্ত ততই পরিবর্তিত হচ্ছে।
বিজেপি দল থেকে সাসপেন্ড করা হল ৩ বিজেপি নেতাকেই।
উল্লেখ্য, এই ৩ নেতায় বর্ধমান জেলার অন্তর্গত।
২ জন নেতা এবং ১ জন নেত্রীকে দল থেকে বহিষ্কৃত কড়া হল একই অভিযোগে।
তাদের প্রতি অভিযোগ, তারা পার্টির সদস্যদের মধ্যে মারামারির জন্য উশকে দিয়েছে এবং নিজেরাও পরস্পরের সঙ্গে হাতাহাতি ও দূরব্যবহার করেছে।
রীতিমতো বর্ধমানে চর্চা শুরু হয়ে গিয়েছে এই ব্যপারে।
আসন্ন ভোটে এই ঘটনার প্রভাব কি পড়বে দলে?
অবশ্য কেও কেও এতাকে আদি বনাম নব্য বিজেপি দ্বন্দ্ব বলেও প্রকাশ করছে।
উল্লেখ্য, এই ৩ জন ছাড়াও আরও ১ জন পদ খোয়ালেন।
বিজেপির বর্ধমান জেলা সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দীকে তার পদ থেকে বহিষ্কৃত করা হয়।
পরিবর্তে আনা হয় নতুন বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তাকে।
সূত্রের খবর, এই সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
More Stories
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের
দফা কমলো না