
সোনা রূপোর বাজার দর প্রতিদিন কেমন থাকে তা জানতে চোখ রাখুন মিরর নিউজের এই বিভাগে ।
এই বিভাগটি পরিবেষন করছেন www.co mphonex.com.
হাল্কা সোনার নজর কাড়া ডিজাইনের সম্ভার ।
www.comphonex.com থেকে সোনা কিনুন ঘরে
বসে।
সাধ্যমত ।
তাই আজ ই লগ ইন করুন
www.comphonex.com
আজ শনিবার ভারতীয় বাজারে কমলো সোনার দাম।
এদিন ১০ গ্রাম ২২ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৫,৭৩০ টাকা।
যা গতকাল অর্থাৎ শুক্রবার ছিল ৪৫,৭৪০ টাকা।
এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৭৩০ টাকা।
যা গতকাল ছিল ৪৬,৭৪০ টাকা।
কলকাতার বাজারে এদিন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৫,৯৩০ টাকা।
এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৬৩০ টাকা।
এদিন সোনার দামের পাশাপাশি কমলো রুপোর দামও।
আজ রুপোর দাম দাঁড়িয়েছে ৬৭,৫০০ টাকা।
এবং গতকাল ছিল ৬৮,৮০০ টাকা।
কলকাতার বাজারে এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৭,৫০০ টাকা।
More Stories
সোনা রূপোর দর
নববর্ষে উর্দ্ধমুখী সোনা রূপোর দর
কিছুটা কমলো সোনা, বাড়লো রূপো