
তারকাদের রাজনৈতিক দলে যোগদানের ঘটনা কয়েক বছর থেকেই শুনে আসছি।
কিন্তু এইবারের তারকাদের যোগদান চমক এনে দিয়েছে বাংলাতে।
একাধিক অভিনেতা অভিনেত্রী সহ পরিচালক ক্রিকেটার ও যোগদান করেছেন রাজনৈতিক দলে।
কিন্তু ভোটের টিকিট পাবে কারা?
প্রতিবারই তৃণমূল কংগ্রেসে ভোটের টিকিট পায় তারকারা।
সম্প্রীতি,
এইবারেও সবার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বুধবার তৃণমূলে যোগদান করেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
সায়নী ঘোষ,কাঞ্চন মল্লিক,জুন মালিয়া, রনিতা দাস, মানালি দে সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী যোগদান করেন তৃণমূলে।
পরিচালক রাজ চক্রবর্তীও যোগদান করেন।
তৃণমূল সম্ভাব্য প্রার্থী হিসেবে এদের সবাই কেই ভোটের টিকিট দেওয়ার সম্ভাবনা জানিয়েছেন তৃণমূল সরকার।
More Stories
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের
দফা কমলো না