April 16, 2021

কয়লা পাচারে উঠে এল একাধিক আইপিএস কর্তাদের নাম

নয়া মোড় কয়লা পাচার কান্ডে।

এবার সিবিআইয়ের নজরে একাধিক আইপিএস কর্তারা।

গত সপ্তাহেই রণধীর বার্নওয়াল নামে বাঁশদ্রোণীর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই।

তদন্তকারীরা জানতে পেরেছেন,

শুধু ব্যবসায়ীদের টাকাই নয়, বেশ কয়েকজন প্রভাবশালী পুলিশ অফিসারের টাকাও থাকত ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের কাছে।

লালা ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে ও তাঁর অফিসে তল্লাশি চালিয়ে তথ্য পেয়েছে সিবিআই।

তাঁর অফিসের ল্যাপটপ ও কম্পিউটার থেকে ‘ডিজিটাল এভিডেন্স’ সংগ্রহ করা হয়।

সেখান থেকেই সিবিআইয়ের কাছে আসে বেশ কয়েকজন প্রভাবশালী পুলিশ অফিসারের নাম।

যাঁদের টাকা ঘুরপথে রণধীরে কাছে এসে পৌঁছত বলে খবর।

সেই টাকাই নিজের বিভিন্ন ব্যবসার মাধ্যমে সাদা করতেন রণধীর।

সূত্রের খবর,

ওই পুলিশ অফিসারদের নামের তালিকা তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার সেই অফিসারদের নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

অন্যদিকে,

সিবিআইয়ের হেফাজতে লালা ঘনিষ্ঠ বামাপদ।

শিলিগুড়ি থেকে আটক করা হয় তাকে।

বর্তমানে তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

সিবিআই সুত্রে খবর,

লালার টাকা বিভিন্ন প্রভাবশালীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বামাপদর হাতে।