April 16, 2021

সারদাকাণ্ড নিয়ে কুণাল ঘোষকে তলব ইডির

বিধানসভা নির্বাচনের আগে উত্তর রাজ্য রাজনীতি।

প্রকাশিত হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট।

এই পরিস্থিতিতে সারদাকাণ্ড নিয়ে সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নির্বাচনের মুখেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল ইডি।

নোটিশে বলা হয়েছে আজ মঙ্গলবার সকাল ১১ টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে হবে কুণাল ঘোষকে।

কুনাল ঘোষ জানিয়েছেন তিনি হাজিরা দেবেন।

ইডি সূত্রে জানা গিয়েছে সারদাকাণ্ডের বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে।

এই ব্যাপারে কুণাল ঘোষের কাছ থেকে কিছু তথ্য পাবেন বলে আশা করছেন তারা।

অন্যদিকে ভোটের মুখে সারদা কাণ্ড নিয়ে কুণাল ঘোষের কাছে নোটিশ আসায় অনেকটাই জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

সিবিআই সারদাকাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল।

বেশকিছুদিন জেলে থাকতে হয়েছিল তাকে।

সারদাকান্ডের তদন্ত এখনও চলছে।

সিবিআইএর পাশাপাশি তদন্তে নেমেছে ইডি।

এর আগে সারদা কাণ্ড নিয়ে কুণাল ঘোষকে আদালতে হাজির করালে তিনি শাসকদলের বিরুদ্ধে মুখ খুলে ছিলেন।

৬ মাস দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে।

জামিন পাওয়ার পর দলের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় তার।

সোমবার ইডির তরফ থেকে তাঁকে নোটিশ পাঠানোর পর তিনি নোটিশ এর উত্তরে জানান তদন্তের সাহায্য করতে রাজি আছেন তিনি।

প্রসঙ্গত কয়লাপাচারকান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

আবার সারদা কাণ্ড নিয়ে তলব করা হয়েছে কুণাল ঘোষকে।

ভোটের আগে কেন্দ্রীয় সংস্থা গুলি দুর্নীতির তদন্ত করছে তীব্র গতিতে।