
মালদহে নিখোঁজ ১৩ বছরের নাবালিকা।
গত ২২ দিন ধরে নিখোঁজ দীপিকা মন্ডল।
কোনো লাভ হয় নি থানায় অভিযোগ জানিয়ে।
ইংরেজবাজারের ঘোড়াপিরের শকুন্তলা পার্ক এলাকার বাসিন্দা পাইপ লাইনের মিস্ত্রি দীনেশ মন্ডলের মেয়ে দীপিকা মন্ডল।
গত ৮ ফেব্রুয়ারি ১৩ বছরের দীপিকা নিখোঁজ।
৫ জন মিলে তাকে অপহরণ করেছে বলে অভিযোগ পরিবারের।
ওই পাঁচ জনই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত বলে জানা গিয়েছে।
২২ দিন পেরিয়ে যাওয়ার পরে বাধ্য হয়ে তাঁরা শহরের ফোয়ারা মোড় এলাকায় প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসেন।
এরপর তাঁদের সাথে বসতে ছুটে আসেন সমাজসেবী শ্রীরূপা মিত্রও।
ঘটনাস্থলে পুলিশ।
এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।
এই মামলার তদন্তে গঠন করা হয় কমিটিও।
তবে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর জানিয়েছেন,
‘এক্ষেত্রে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়,
এসবই বিজেপির চক্রান্ত।
অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ুক এটাই কাম্য’।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের