April 16, 2021

জঙ্গলমহলে দাদার অনুগামীদের পোস্টার

এবার পোষ্টার দিয়ে জঙ্গলমহলের ৬১ টি আসনের দাবি তুললো দাদার অনুগামীরা।

মঙ্গলবার জেলার ‘শিল্প শহর’ বড়জোড়া চৌমাথার মোড়ে একটি চায়ের দোকানের দেওয়ালে ওই পোস্টার দেখা গিয়েছে৷

সেখানে প্রতিষ্ঠাতা প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সর্বোপরি ওই দলের নির্বাচনী প্রতিক পদ্মফুল চিহ্ন যুক্ত পোষ্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই জায়গায় লাগানো একাধিক পোষ্টারে লেখা রয়েছে, ‘হরে কৃষ্ণ হরে হরে, দাদা বাংলার ঘরে ঘরে’।

একই সঙ্গে ‘বাংলার ছেলেকে বাঙালিরা বাংলার সিংহাসনে দেখতে চায়।

জঙ্গল মহলের ৬১ টি আসনে দাদার অনুমোদিত প্রার্থী চায়, এবং বাংলার সিংহাসনে দাদাকেই দেখতে চাই।

-আমরা দাদার অনুগামী।’

উল্লেখ্য আগামী ২৭ শে মার্চ বাঁকুড়ার জঙ্গলমহল ও শিল্পাঞ্চলের রায়পুর রানিবাঁধ ছাতনা ও শালতোড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন।

যদিও এখনও এসইউসিআই বাদে কোনও রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেনি।

অন্যদিকে এদিনই আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যের বিজেপি প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করতে রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন।

ঠিক তখনই জঙ্গলমহল জুড়ে দাদার অনুগামীদের এহেন পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে।

যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ সাংসদ সৌমিত্র খাঁ।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া চাইলে বড়জোড়া তথা বিষ্ণুপুর যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ বলেন,

বিষয়টি অন্য দলের।