April 16, 2021

জন্মদিনের দিনেই ‘হিরোপন্তি ২’ য়ের মুক্তির দিন জানালেন টাইগার শ্রফ

মঙ্গলবার অভিনেতা জয় হেমন্ত শ্রফের অর্থাৎ টাইগার শ্রফের জন্মদিন।

১৯৯০ সালের ২ মার্চ জন্মগ্রহন করেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং আয়েশা শ্রফের পুত্র টাইগার।

সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা জানায় ভক্তরা।

এইদিনই তিনি তার আসন্ন সিনেমা ‘হিরোপন্তি ২’ এর মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি সিনেমার পোস্টার শেয়ার করেন।

সঙ্গে ক্যাপসেনে লিখে জানান, অ্যাকশন , রোমাঞ্চ, ভালোবাসা এই তিনটির মিশ্রণের সিনেমা তিনি আগে করেননি।

এবারে এই তিন মিশ্রণে তাকে দেখতে হলে ৩ ডিসেম্বর সিনেমা হলে আসতে হবে বলে জানান তিনি তার ভক্তদের।

সিনেমার পোস্টারে একটি গাড়ির ওপর বন্ধুক হাতে অবশ্যম্ভাবী বীরত্বের রুপে দেখা যাচ্ছে টাইগারকে।