April 16, 2021

ভ্যাকসিন নিলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে কোভিড-১৯ য়ের টিকা গ্রহণ করলেন।

এরই সঙ্গে সামাজিক দুরত্বের কথা জানান জনগনের প্রতি।

মঙ্গলবার ব্রাজিলের স্থানীয় সময়ে পেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভ্যাকসিন গ্রহনের খবরটি জানান।

তিনি তার ভ্যাকসিন গ্রহনের একটি ছবি দেন সোশ্যাল মিডিয়াতে।

সঙ্গে ক্যাপসেনে লিখে জানিয়েছেন,

একটি অবিস্মরণীয় দিনে ভ্যাকসিন নিতে পেরে তিনি অনেক কৃতজ্ঞ বৈজ্ঞানিক,ডাক্তার,নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর।

সঙ্গে জানান, এই মহামারী এখনও শেষ হয়নি,

তাই সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং নিয়মিত হাত ধুতে হবে।

সম্ভবত পারলে বাড়িতে থাকার উপদেশ দেন পেলে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় অনুসারে,

ব্রাজিলে বর্তমানে কোভিড-১৯ এর প্রভাবে আক্রান্ত হয়েছে ১০,৬৪৬,৯২৬ জন।

এই মহামারীর কারনে প্রান হারিয়েছে ব্রাজিলে ২,৫৭,৩৬১ জন।