
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হল রাজ্য সরকারের তরফ থেকে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ১৬,৫০০ শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।
সেই নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে প্রাইমারি শিক্ষা পর্ষদ।
যারা চাকরি পেয়ে গিয়েছিলেন তারাও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন।
সূত্রের খবর সম্ভবত বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।
গত ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যারা টেটে উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তারাই আবেদন করতে পারবেন।
এরপর তৈরি হয় মেধা তালিকা।
সেখানে ১৫,২৮৪ জন জায়গা পায়।
জানুয়ারিতে হয় ইন্টারভিউ।
গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত মেধাতালিকা নিয়ে মামলা দায়ের করা হয় হাইকোর্টে।
সেই মামলার প্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি নিয়োগ প্রক্রিয়ায় আদালত স্থগিতাদেশ জারি করে।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য সরকার।
More Stories
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের