April 16, 2021

বসন্ত এসে গেছে

প্রেমের মাস চলে গেলেও বসন্ত কড়া নেড়েছে মহানগরীতে।

বুধবার সকাল থেকেই শিরশিরে হাওয়ায় ভাসছে শহর।

আছে হালকা ঠান্ডার আমেজও।

তবে বেলা গড়ালে বাড়বে গরম।

জেলার দিকেও একই হাল।

হাওয়া অফিস সুত্রে খবর,

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩১%।

ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও সকাল হতেই পরিস্কার আকাশ।

সম্ভাবনা রয়েছে বৃষ্টির।

তবে এই আবহাওয়ায় রয়েছে শরীর খারাপের আশঙ্কা।

তাই সাবধান!