
বৃহস্পতিবার দার্জিলিংয়ের এক অভিজাত হোটেলে আগুন লেগে যায়।
ভয়াভহ এই অগ্নিকাণ্ড দার্জিলিংয়ের ম্যাল রোডের শাংগ্রি লা হোটেলে ঘটেছে।এই হোটেলটি ছিল কাঠের তৈরি।
শৈলশহরের এই হোটেলে আগুন লেগে যাওয়ায় পুরো এলাকায় কালো ধোঁয়া ছেয়ে পড়েছে।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকল এসে পড়ে।
৩ টি দমকল ইঞ্জিনের সাহায্যে আগুন নেভাতে সক্ষম হয় দমকলকর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালেই আগুন লেগে যায়।
আগুনের ফলে প্রচুর ক্ষতি হয়েছে ঐ হোটেলের বলে জানায় তারা।
স্থানীয়রা দমকলে খবর দেয়।
কিন্তু এই আগুন লাগলো কিভাবে?
তা নিয়ে কিভহু জানা যায়নি এখনও।
স্থানিয়রাও সে বিষয়ে কিছু জানাতে পারেনি।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের