
নদিয়া জেলায় ফের দেখা গেল পশু মারার ঘটনা।
নদিয়ার শান্তিপুরের ভাঙিপাড়া এলাকায় এক যুবক লোহার রড দিয়ে পিতিয়ে খুন করে কুকুরছানাকে।
এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে।
ঘটনাস্থলে পশুপ্রেমীরা ও স্থানীয় বাসিন্দারা পৌঁছে যায়।
তারা প্রতিবাদ জানালে ঐ যুবক পালটা হুমকি দেয় তাদের।
পশুপ্রেমীরা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেয়।
শান্তিপুরের মানুষেরা “মাস পিটিশন” জমা দেয় পুলিশ থানাতে।
পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করবে এবং দোষীর কঠোর সাজা হবে।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের