April 16, 2021

আবহাওয়া আপডেট

বৃহস্পতিবার সকালে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই পরিশকার ছিল আকাশ।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে সপ্তাহ শেষে কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

৫ মার্চ রাতে পশ্চিমী হিমালয় এবং সংলগ্ন সমতলে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে।

যার জেরে উত্তর ও উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ৬ ও ৭ মার্চ। ।

জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তিন জেনাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃষ্টি হতে পারে অসম,মেঘালয়,অরুণাচল প্রদেশে।

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,

আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পূবালী হাওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসায় দিনের বেলায় গরম থাকবে,

এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে।

এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।