April 16, 2021

এল নজরে আজকের আবহাওয়া

আবহাওয়া দফতরের পুর্বাভাস মতো শুক্রবার সকাল থেকেই উর্দ্ধমুখী তাপমাত্রা।

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

যা বৃহস্পতিবার ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,

উত্তরবঙ্গে রয়েছে  বৃষ্টির পুর্বাভাস।

আর দক্ষিণবঙ্গে আগামি কয়েকদিন চলতে থাকবে গরম।

আগামি ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে পূর্বাভাসে।

তবে আগামি ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া একইরকম থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টাতেও আবহাওয়া সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আগামি তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

তবে পরবর্তী দুদিন আবহাওয়ায় সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

আগামি কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে থাকবে।

এবং তা সর্বোচ্চ ৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে।