April 16, 2021

ফের অগ্নিকাণ্ড, জ্বলছে অযোধ্যা

বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে ফের অগ্নিকাণ্ড।

তিন দিন ধরে জ্বলছে ভয়ঙ্কর আগুন।

ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে বেশ অনেকটা জায়গা।

জঙ্গলের অনেক জীবজন্তু থেকে শুরু করে পশুপাখির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিগত বছরেও দেখা গিয়েছিল একই ছবি।

আগুন লেগে গিয়েছিল শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে।

মৃত্যু হয়েছিল অনেক জীবজন্তুর।

আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

পুরুলিয়া বন বিভাগের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল বনে জঙ্গলে কোনোরকম ভাবে আগুন না লাগানো হয়।

কিন্তু তাতেও পাহাড়ের জঙ্গলে লেগেছে আগুন।

অনেক বন্যপ্রাণী থেকে শুরু করে পশুপাখি, সাপ সকলেরই প্রাণ সংশয় দেখা দিচ্ছে।

বনদফতরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ভয়ঙ্কর আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

পুরুলিয়ার এক বাসিন্দা জানান এই ঘটনা দাবানলের কারণে নয়।

কোনো স্বার্থান্বেষী মানুষ এই ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও রাজনৈতিক মহলের ওপর ক্ষোভ উগরে দিয়েছে।

সকলকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে তারা।