
৪০ ওভার শেষে ইংল্যান্ড ৬ উইকেটে ১০৪ রান তুলেছে।
তৃতীয় দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে।
লরেন্স ১৯ ও ফোসক ৬ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ড এখনও ৬৯ রানে পিছিয়ে।
২৬তম ওভারের প্রথম বলে জো রুটকে আউট করেন অশ্বিন।
২৫তম ওভারের পঞ্চম বলে পোপকে ফেরালেন অক্ষর প্যাটেল।
১৪তম ওভারের প্রথম বলে স্টোকসকে ফেরালেন অক্ষর প্যাটেল।
দশম ওভারের শেষ বলে সিবলিকে ফেরালেন অক্ষর প্যাটেল।
ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে অশ্বিন আউট করেন জ্যাক ক্রাউলিকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে।
এই অবস্থায় শেষ টেস্টে না হারলেই সিরিজের দখল নেবে টিম ইন্ডিয়া।
হারলেও সিরিজ খোয়াতে হবে না বটে,
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হবে।
আমবাদাবের চতুর্থ টেস্টে ভারত জিতলে বা ড্র করলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন কোহলিরা।
More Stories
এল ক্ল্যাসিকোতে জয়ী রিয়াল
এএফসি কাপেই মাঠে ফিরছেন সুনীল
করোনা মুক্ত সচিন