
পদ্ম শিবিরে লাইন তৃণমূলের টিকিট না পাওয়া বিধায়কদের।
আরও লম্বা হতে চলেছে সেই তালিকা।
শিবপুরের পাঁচবারের বিধায়ক জটুবাবুকেও প্রার্থী করেনি তৃণমূল।
রাগে-অভিমানে শুক্রবার থেকেই বিস্ফোরক ছিলেন তিনি।
শনিবার যোগ দেন বিজেপিতে। তিনি সাফ জানিয়েছেন,
“বামেদের দুর্গে আমি একমাত্র শিবপুরের পাঁচবারের বিধায়ক।
অথচ আমাকে বয়সের দোহাই দিয়ে দল টিকিট দিল না।
তাই আমি বিজেপিতে যোগ দিলাম।
আর সেটা কোনও শর্ত ছাড়াই।”
প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিদ্রোহী হয়ে ওঠেন অনেকে।
সেই তালিকায় উল্লেখযোগ্য নাম সোনালি গুহ।
অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়নি তাঁকে।
শুক্রবারই এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংবাদমাধ্যমের সামনে কেঁদেও ফেলেন তিনি।
সোনালি দেবি জানান,
মুকুল বাবুর সাথে তার কথা হয়েছে।
আর বলাই বাহুল্য যে,
এই মুহুর্তে মুকুল রায়ের সাথে তার কথা বলাটা কতটা তাৎপর্যপুর্ণ।
তালিকায় নাম রয়েছে মালা সাহা,মইনুদ্দিন শামস সহ আরও অনেকে।
More Stories
মুর্শিদাবাদে খুন সিপিআইএম কর্মী
নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
আক্রান্ত তৃণমূল অভিযুক্ত বিজেপি