April 16, 2021

নাটকের টানে ফের মঞ্চে ফিরছেন নাইজেল

নাটকের টানে ৭ বছর পরে মঞ্চে ফিরছেন নাইজেল।

নাইজেল আকারাকে প্রথম দেখা গিয়েছিল ‘বাল্মিকী প্রতিভা’ নাটকে।

তখন তিনি জেলের কয়েদি।

নাইজেলের কথায়,

‘‘মঞ্চেই প্রথম মন খুলে কেঁদেছিলাম।’’

নাটকের টানে জামিন পেয়েও তিনি দেড় মাস স্বেচ্ছাবন্দি ছিলেন কারাগারে।

জেলমুক্তির পরে মঞ্চ তাঁকে আর পায়নি।

বিভিন্ন প্রযোজনা সংস্থা ডেকেছে বারবার।

তাঁর নিজের নাট্যদল ‘কোলাহল’-এর নাটকেও দেখা যায়নি তাঁকে।

৭ বছর পরে নাইজেল আবার ফিরছেন মঞ্চে।

উইলিয়ম শেক্সপিয়রের বহু চর্চিত নাটক ‘ম্যাকবেথ’ দিয়ে।

যার রূপান্তর ‘মুখোশতন্ত্র’ প্রথমবার মঞ্চস্থ হবে ৪ এপ্রিল, আসানসোলের চিত্তরঞ্জন রবীন্দ্র মঞ্চ।