
কয়েক মাস আগে ঋষভ পন্তকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
কিছুটা ওজন বেড়ে যাওয়ায় পন্তকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল।
কিন্তু পন্তের তিন-চার মাসের কঠোর পরিশ্রম তাকে আবারও তার জায়গায় ফিরিয়ে দেয়।
রবি শাস্ত্রী জানিয়েছেন, ভরসা থাকলেও পন্তের ক্ষেত্রে কঠোর হয়েছিল দল।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজ জয়ের পর শাস্ত্রী সংবাদমাধ্যমে জানান, পন্ত সত্যি দুর্ধর্ষ।
পন্তের ব্যাপারে কঠোর মনভাব নেওয়া হয়েছিল।
খেলাকে সম্মান দেওয়ার কথা জানানো হয়েছিল পন্তকে।
তবে গত কয়েক মাসের পরিশ্রমই প্রমাণ করে দিয়েছে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা বলে জানান রবি শাস্ত্রী।
ভারত- ইংল্যান্ড সিরিজে শুক্রবার শত রানের রেকর্ড করেন তিনি।
প্রথম ৮২ বলে ৫০ রান করলেও পরের ৫০ রান করেন ৩৩ বলে।
More Stories
এল ক্ল্যাসিকোতে জয়ী রিয়াল
এএফসি কাপেই মাঠে ফিরছেন সুনীল
করোনা মুক্ত সচিন