April 20, 2021

সংবাদ উপস্থাপনায় তৃতীয় লিঙ্গের নাগরিক

দিনের সাথে সাথে আরও আধুনিক হচ্ছে বিশ্ব।

কখন এক বছরের মধ্যে ভ্যাক্সিনের আবিষ্কার তো কখনও বন্যপ্রাণী দের সঙ্গে বন্ধুত্ব সবই।

এরকমই ছক ভাঙ্গা ইতিহাস রচনা হবে এই বছর ও’ম্যানস ডে তে।

এই প্রথম সংবাদ পরিবেশন করবেন একজন তৃতীয় লিঙ্গের নাগরিক।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নিউজ বুলেটিনের মাধ্যমে সংবাদ পরিবেশন শুরু করবেন তাসনুভা আনান শিশির।

বাংলাদেশের বৈশাখী টেলিভিশনই প্রথমবার এই সুযোগ করে দিয়েছে কোনও তৃতীয় লিঙ্গের নাগরিককে।

সুত্রের খবর,

আগামী ৮ মার্চ থেকে তাসনুভা আনান নিয়মিত সংবাদ পাঠ করবেন।

শিশির ছাড়াও বৈশাখী টিভিতে নাটকের সুযোগ পেয়েছেন একজন রূপান্তরিত নারী।

তাঁর নাম নুসরত মৌ।

বৈশাখী টিভির নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে দেখা যাবে মৌকে।

সম্প্রতি নারী-পুরুষ ছাড়াও তৃতীয় লিঙ্গের নাগরিকদের ভোটাধিকার দিয়েছে বাংলাদেশে সরকার।

এ বার তৃতীয় লিঙ্গের মানুষদের গণমাধ্যমে কাজ করার সুযোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল বৈশাখী টেলিভিশন।