
ব্রিগেডের জন্য বিশেষ ট্রেন দেওয়ার কথা এতোদিন শোনা গিয়েছিল।
কিন্তু আস্ত ট্রেন ভাড়া করা শোনা যায়নি।
বিজেপি শিবির সেটা করে দেখাচ্ছে।
মোদির ব্রিগেডে ২০ লক্ষ জমায়েতের টার্গেট পূরণে এবার ট্রেন ভাড়া করছে বঙ্গ বিজেপি।
একটা ২টো নয় তিন তিনটে ট্রেন ভাড়া করা হচ্ছে বলে জানা গিয়েছে।
তিনটি ট্রেনই ভাড়া করা হয়েছে উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের জন্য।
কারণ উত্তরবঙ্গে বিজেপির ভোট সবচেয়ে বেশি।
তাই ব্রিগেডে উত্তরবঙ্গের বিজেপি কর্মীসমর্থরকদের বেশি গুরুত্ব দেওয়া হবে।
তিনটি ট্রেনের মধ্যে একটি আসবে মালদহ থেকে।
দ্বিতীয়টি উত্তর দিনাজপুর থেকে এবং তৃতীয় ট্রেনটি আসবে আলিপুরদুয়ার থেকে।
আইআরসিটিসির কাছে ইতিমধ্যেই আবেদন করে ফেলেছে বিজেপি।
এছাড়া মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে একটি বিশেষ ট্রেনে ১৬ কামরার একটি বিশেষ ট্রেন চাওয়া হয়েছে।
হাওড়া স্টেশনে এবং শিয়ালদহ স্টেশনে এসে অপেক্ষা করবে ট্রেন গুলি।
সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ভরে দেওয়া হবে।
রেল নিজের দায়িত্বেই সেটা করবে বলে জানা গিয়েছে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিশেষ ট্রেন চাওয়া হয়েছে বলে দাবি বিজেপির।
তার জন্য মোটা টাকা ভাড় গুণতে হচ্ছে।
More Stories
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের
দফা কমলো না