
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই দলের প্রার্থী তালিকা জানান দিয়েছে যে,
আজ মমতা বনাম শুভেন্দু অধিকারীর লড়াই ২০২১ নির্বাচনের হাইভোল্টেজ লড়াই লাইমলাইট কাড়তে চলেছে।
এদিকে, তার আগে আজ প্রচারের মেগা ডুয়েলে মমতা বনাম মোদি।
রাজ্যে আজ বিজেপির তাবড় ব্রিগেড মিছিল।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে পথে নামছেন মমতা।
কালীঘাটের সাংবাদিক সম্মেলনেই মমতা জানিয়েছিলেন যে,
তিনি ৭ মার্চ উত্তরবঙ্গে ‘সিলিন্ডার’ মিছিল করতে চলেছেন।
সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির রাস্তায় নেমে আজ প্রচার পারদ তুঙ্গে তুলতে চলেছেন মমতা।
অন্যদিকে জানা যাচ্ছে,
শুধু মিঠুনই নন, মোদির ব্রিগেডে আজ উপস্থিত থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার।
প্রসঙ্গত, অক্ষয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক যে কতটা ভালো তা আগেই বহুবার প্রমাণ পাওয়া গিয়েছে।
সেই সম্পর্ককে পাথেয় করে এদিন মোদির ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন অক্ষয়।
যদিও অবশ্য়ই মোদির এই সভার অন্যতম বড় চমক হলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।
এদিন দুপুর ২ টোয় রয়েছে মোদির ব্রিগেড সমাবেশ।
More Stories
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের
দফা কমলো না