
রবিবারই সম্ভাব্য ফলপ্রকাশ JEE Main এর।
আজ ফলঘোষণা হলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটেই পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পাবেন।
এনটিএ-র তরফে পরীক্ষার ফলের সঙ্গে মোট পার্সেন্টাইল র্যাঙ্কও প্রকাশ করা হবে।
jeemain.nta.nic.in -এই ওয়েবসাইটে লগ ইন করে নিজেদের রেজিস্ট্রেশন ও রোল নম্বর দিলেই ফল জানতে পারবেন পড়ুয়ারা।
আজ ফেব্রুয়ারি মাসে হওয়া পরীক্ষার ফলপ্রকাশ হলেও মার্চ, এপ্রিল ও মে মাসের পরীক্ষা হয়ে যাওয়ার পরই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
এই ফল ঘোষণার পরই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের কাট অফ মার্কস ঘোষণা করা হবে।
More Stories
উর্দ্ধমুখী করোনা গ্রাফ
‘টিকাকরন উৎসব’কে বুড়ো আঙুল করোনার
আইসোলেশনে কিং খান