
ফের টুইস্ট প্রার্থী তালিকায়।
মালদহের হবিবপুরে প্রার্থী বদল তৃণমূলের।
সরলা মুর্মুর বদলে প্রার্থী করা হল প্রদীপ বাস্কেকে।
তৃণমূলের দাবি,
শারীরিক অসুস্থতার জন্য সরে দাঁড়িয়েছেন সরলাদেবী।
দল সেখানে প্রদীপ বাস্কেকে প্রার্থী করল।
যদিও ইতিমধ্যেই এই ঘটনায় গেরুয়া-যোগের জল্পনা তৈরি হয়েছে।
সূত্রের খবর,
প্রার্থীপদ পেয়েও তৃণমূলে থাকতে চাইছেন না সরলা।
বিজেপিতে যোগ দিতে চেয়ে তিনি নাকি কলকাতাতেও চলে এসছেন।
যদিও এ নিয়ে সরলার কোনও বক্তব্য মেলেনি।
তবে তৃণমূলের প্রার্থীপদে বদল, সে জল্পনা আরও খানিকটা স্পষ্ট করল।
More Stories
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের
দফা কমলো না