April 16, 2021

ওয়েব জগতে সোনাক্ষি

প্যান্ডেমিক বছরের পর চলতি বছর থেকেই ওয়েব জগতের বাড়বাড়ন্ত হয়েছে।

তাবড়-তাবড় অভিনেতা রা তাদের অভিনয়ের প্রমাণ রাখছেন ওয়েব সিরিজ এ।

এবার এই তালিকায় আসছেন সোনাক্ষি সিনহাও।

সিরিজের নাম এখনপ ঘোষণা হয় নি।

তবে শোনা যাচ্ছ্র একজন পুলিশ অফিসার এর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী।

সিরিজটি প্রযোজনা করছেন রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার(এক্সেল মিডিয়া) এবং জোয়া আখতার এবং রিমা কাগতি ( টাইগার বেবি)।

এক্সেল মিডিয়া এর আগে অ্যামাজনে ‘মির্জাপুর’, ‘মেড ইন হেভেন’ বানিয়েছে।

এই সিরিজে সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন বিজয় বর্মা, গুলশন দেভাইয়াহ, সোহম শাহ এবং আরও অনেকে।

সোমবার নারী দিবসের সন্ধেবেলা এই সিরিজের ফার্স্ট লুক রিলিজ করবে অ্যামাজন প্রাইম।

https://www.instagram.com/p/CMHiJ0xFurC/?utm_source=ig_web_copy_link