April 16, 2021

ভিলেনের চরিত্রে ড্যানিয়েল

‘সুইস আর্মি ম্যান’ এবং ‘গানস অ্যাকিম্বো’র মুখ্য চরিত্রে অভিনয়ের পর ফের লিড রোলে আসতে চলেছেন হলিউড সুপারস্টার ড্যানিয়েল র‍্যাডক্লিফ।

তবে নায়ক নয়, এবার ভিলেনের চরিত্রে দেখা যাবে ড্যানিয়েলকে।

রমকম ড্রামা ‘দ্য লস্ট সিটি অফ ডি’-এর স্টার কাস্টে সদ্য যোগ দিলেন ড্যানিয়েল।

সূত্রের খবর অনুযায়ী, ড্যানিয়েল ছাড়াও ছবিতে রয়েছেন মার্কিন অভিনেত্রী স্যান্ড্রা বুল্লোক এবং শ্যানিং ট্যাটুম রয়েছেন মুখ্য চরিত্রে।

রয়েছেন প্যাটি হ্যারিসন এবং দা’ভাইন জয় র‍্যানডল্ফ।

২০১৫ সালের ইন্ডি ছবি ‘ব্যান্ড অফ রবার্স’ পরিচালক অ্যাডাম এবং অ্যারন নি ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন।

ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ডানা ফক্স।

২০২২ এপ্রিল মাসে রিলিজ হবে ‘দ্য লস্ট সিটি অফ ডি’।