April 16, 2021

ভারী বন্যার কবলে অস্ট্রেলিয়া

শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাত হয়েছে।

ফলে পরিস্থিতি বিধ্বস্ত হয়েছে।

এই প্রাণঘাতী ফ্ল্যাশ বন্যার মধ্যেই সিডনির লোকদের একাধিক জায়গায় সরিয়ে নেওয়া হয়।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের বেশিরভাগ উপকূলে এই বন্যা ব্যাপক আকার ধারণ করেছে।

অস্ট্রেলিয়ার প্রায় ২.৫ মিলিয়ন লোকের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী নিউ সাউথ ওয়েলস রাজ্যের।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ভারী বৃষ্টিপাত হয়েছে।

এবং প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটারেরও বেশি ঘন ঘন বাতাসের জন্য প্রাণঘাতী ফ্লাশ বন্যা হচ্ছে বলে মনে করেন তাঁরা।

“এটি কেবল মোট বৃষ্টিপাতের পরিমাণই নয়, বৃষ্টিপাত আসলেই কত দ্রুত ও তীব্রভাবে পড়ছে তা দেখার”জন্য

আবহাওয়া দপ্তর বিভাগের এক প্রবীণ জলবায়ুবিদ আগাতা ইমিয়েলস্কা সকলকে ঘরে থাকতে অনুরোধ জানান।