April 16, 2021

বাংলাদেশ সফরে মোদি

করোনার আবহে প্রায় ১৫মাস পর

প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিবেশী বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর এই সফর।

নেপথ্যে বাজলো ধন ধান্যে পুষ্প ভরা।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুদিনের এই বিশেষ সফরের ব্যস্ত কর্মসূচিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে

মুক্তি আন্দোলনের সুবর্ণ জয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকেও থাকবেন তিনি।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ,ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন থেকে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো বাদ যাবে না কিছুই।

করোনা ভ্যাকসিনের ১০লক্ষ ডোজ সঙ্গে নিয়ে গেছেন মোদি।

তাৎপর্যপূ্র্ণ কালই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ৮দফা বিধানসভা ভোটের ১ম পর্ব।