May 8, 2021

কামদুনিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

হাড়োয়া বিধানসভায় বিজেপি কর্মীদের ফ্ল্যাগ, ফেস্টুন লাগানোর নিয়ে শুরু হয় তুমুল সংঘর্ষ হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে।

রবিবার হাড়োয়া বিধানসভার কামদুনি গ্রামে উল্লেখ্য ঘটনাকে ঘিরে আক্রমণ শুরু হয় দুই দলের মধ্যে।

অভিযোগ তৃণমূলের হাতে আক্রান্ত হয় বিজেপি কর্মী।

গুরুতরভাবে আহত হয়েছেন বিজেপি কর্মী।

বিজেপি কর্মীদের অভিযোগ এলাকায় বিজেপি কর্মীদের ফ্ল্যাগ, ফেস্টুনসহ

দেওয়ালেও প্রচার লিখতে দিচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী।

তাদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা।

রাজারহাট থানা এলাকার কীর্তিপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের পুলিশ প্রশাসনকে ঘটনা জানিয়েছেও তাঁরা।

তারপর রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের  করা হয়।,কিন্তু তাতেও কোন ফল হয়নি বলে জানায় তাঁরা।

অবশ্য তৃণমূলের কামদুনির নেতা সোনা ঘোষ এই বিষয়ে জানান,

গ্রামে জোর করে বিজেপি কর্মীরা বাড়িতে বাড়িতে ফেস্টুন টাঙ্গাচ্ছিল।

এলাকাবাসী আপত্তি জানানো সত্ত্বেও জোর করে বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন ব্যানার লাগানোর জন্য লোকের বাড়িতে গিয়েছিল।

এবং সে সময় বাড়ির মালিক সম্মতি না দেওয়ায় তাদের সঙ্গে বচসাও শুরু করে দেয় বিজেপি কর্মীরা।

এমনকি বাড়ির মালিককে হুমকি দেয় তাঁরা বলে অভিযোগ জানান তিনি।

ফলে গ্রামের লোকের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ শুরু হয় এবং হাতাহাতিও হয়।

এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনভাবেই  যুক্ত নেই  বলে জানিয়েছেন  সোনা ঘোষ।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।