
বাংলাদেশে ফের মাদ্রাসা বন্ধ করার নির্দেশ হাসিনা সরকারের ।
গত ২৪ ঘণ্টায় ওই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়েছে।
বেড়েছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
ফলে সে দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়েছে।
করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ।
এই বাড়তি করোনা সংক্রমণের মুখে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে।
যার মধ্যে একটি নির্দেশিকায় সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাক প্রাইমারি থেকে প্রাথমিক মাদ্রাসা,
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
করোনা রুখতে গত ১৭ মার্চ থেকে থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে বন্ধ রয়েছে।
তবে বিশেষ অনুরোধে সে দেশে কয়েকটি মাদ্রাসা চালুর অনুমোদন দিয়েছিল হাসিনা সরকার।
কিন্তু বিভিন্ন দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসিনার কার্যালয়।
প্রসঙ্গত, করোনার নতুন স্ট্রেনের উদ্ভব হয়েছে বাংলাদেশে।
ওই দেশে যার নাম ‘বাংলা মিউটেশন’।
যা নিয়ে বেশ চিন্তিত গবেষক ও চিকিৎসক মহল।
নজরে রাখা হচ্ছে আক্রান্তদের দিকেও।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের