
মঙ্গলবারের বাজারে ফের উর্দ্ধমুখী সোনার দর।
সোমবারও বৃদ্ধি পেয়েছিল সোনার দাম।
এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৪,২০০ টাকা।
অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৬,৯২০ টাকা।
অর্থাৎ সব মিলিয়ে গতকালের থেকে ১০ টাকা বেড়েছে সোনার মুল্য।
অপরদিকে সামান্য বেড়েছে রূপোর দামও।
এদিনের বাজারে ১০ গ্রাম রূপোর মুল্য ৬৫৭ টাকা।
যা সোমবারের দরের তুলনায় ১০ টাকা বেশি।
সকাল সকাল সোনা-রুপোর দরের তাজা আপডেট পেতে লগ ইন করুন www.mirrornews.in এ।
More Stories
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের
জেলায় জেলায় কড়া নজরদারি কমিশনের