
সপ্তাহের তৃতীয় দিনে অনেকটাই কম সোনার দর।
একলাফে ২৫০ টাকা কমল ১০ গ্রাম সোনার দাম।
এদিনের বাজারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মুল্য ৪৩, ৯৫০ টাকা।
মঙ্গলবার এর দাম ছিল ৪৪,২০০ টাকা।
অনুরুপভাবে, বুধবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৬,৬৭০ টাকা।
গতকালের বাজারে এর দাম ছিল ৪৬,৯২০ টাকা।
একইভাবে দাম কমেছে রূপোরও।
কলকাতায় এদিন কেজি প্রতি রূপোর মুল্য ৬৩,৯০০ টাকা।
গতকাল এর মুল্য ছিল ৬৫,৭০০ টাকা।
অর্থাৎ, ১৮০০ টাকা হ্রাস পেয়েছে দাম।
বুধবারের বাজারে মেট্রোপলিটন শহরগুলিতে রূপোর মুল্য নিম্নরুপ ঃ- (কেজি প্রতি)
কলকাতা, দিল্লি, মুম্বাই – ৬৩,৯০০ টাকা
চেন্নাই – ৬৮,৫০০ টাকা।
প্রতিদিন সকালে সোনা-রুপোর দরের তাজা আপডেট পেতে লগ ইন করুন www.mirrornews.in এ।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের