
গিনেস বুকে ধোনির ২০১১ বিশ্বকাপের ব্যাট।
২০১১ সালটা ছিল মহেন্দ্র সিং ধোনির কাছে সবচেয়ে সফল।
ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে জয়সূচক ছক্কা মেরে বিশ্বকাপ জয়।
সবটাই ছিল যেন স্বপ্নের মতো।
২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছিল ভারত।
বিশ্বকাপের ফাইনালে সে দিন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে ব্যাট ব্যবহার করেছিলেন সেই ব্যাটটি নিলামে উঠেছিল।
শুধু যে নিলামে উঠেছিল তাই নয়।
১০ লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছিল মাহির ব্যাটটি।
২০১১ এর ১৮ জুলাই লন্ডনে নিলামে ব্যাটটি ১ কোটি ভারতীয় মুদ্রায় কিনে নেন আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটি লিমিটেড নামের এক
সংস্থা।
এর আগে কোনো ক্রিকেটারের ক্রিকেটিয় সরঞ্জাম এত মুল্যে বিক্রি হয় নি।
এবার তাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ জায়গা করে নিল মাহির বিশ্বকাপের এই ব্যাটটি।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের